মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরে স্থল বন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের উদ্যোগে গতকাল শুক্রবার বেলা ১১ টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সভাপতি ও স্থল বন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের সংগঠক সাফুয়ান আহমেদ রূপক। লিখিত বক্তব্যে তিনি বলেন, মেহেরপুরে স্থল বন্দর বাস্তবায়ন নিয়ে মেহেরপুরের বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সামাজিক ও বানিজ্যিক ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য মেহেরপুরের যেকোন স্থানে স্থল বন্দর তাদের চাই এবং এটার দ্রæত বাস্তবায়রন দেখতে চান। তারা আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে গত ১৬ এপ্রিল কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অনশনের ঘোষনা দেন। কিন্তু মেহেরপুরের স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের আশ্বাসের প্রেক্ষিতে তারা তাদের কর্মসূচী স্থগিত ঘোষণা করে। তাদের বক্তব্য, মেহেরপুর জেলার যে কোন স্থানে স্থলবন্দর বাস্তবায়ন হবে সেটাই তাদের দাবি। এসময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুরে স্থল বন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের মুখোপাত্র এমএএস ইমন, সংগঠক একে আজাদ সাগর, রাহিনুর জামান পোলেন, আতিক স্বপন প্রমুখ।

মেহেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (প্রাক প্রাথমিক) নিয়োগ পরীক্ষা/২০১৩ গতকাল শুক্রবার দুপুর আড়টায় এক যোগে মেহেরপুরের মোট ১২ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এবছর জেলায় মোট ৪৮৩১ জন পরীক্ষার্থী ছিল। এদিন পরীক্ষা চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন বিভিন্ন কেন্দ্র ঘুরে ঘুরে দেখেন।
ছবি পি-৩ ঃ সাবেক এমপি আমজাদ হোসেন।
