এস এম আবুল বাশার মধুখালী (ফরিদপুর) : ১৭ এপ্রিল মুজিব নগর দিবস উদযাপন শেষে ঢাকায় ফিড়ে যাওয়ার পথে বৃহস্পতিবার বিকেলে মধুখালীতে নৌপরিবহন মন্ত্রী ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি মোঃ শাহজাহান খানের এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর মধুখালী উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলমের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রী ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি মোঃ শাহজাহান খান, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারন সম্পাদক মোঃ আঃ মালেক মিয়া ,মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের কেন্দ্রী কমিটির সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দীন,বীরমুক্তিযোদ্ধা কবির আহম্মদ খান,বীর মুক্তিযোদ্ধা ইশমত কাদের গামা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম মৃধা। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী সুরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের কেন্দ্রী কমিটির নির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম।মোঃ শাহজাহান খান তিনি তার বক্তব্যে স্বাধীনতা ঘোষনা প্রসঙ্গে বলেন জিয়াউর রহমান কেবল মাত্র একজন দপ্তরীর ভুমিকা পালন করেছেন মাত্র। বিদ্যালয়ে যেমন দপ্তরী থাকে সে প্রধান শিক্ষকের নির্দেশ পালন করে সে ইচ্ছা করলেই যখন তখন বেল (ঘন্টা) বাজাতে পারে না সে ক্ষেত্রে প্রধান শিক্ষকের নির্দেশ বা হুকুম নিতে হয় তেমনি জিয়াও জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের নির্দেশ পালন করেছে মাত্র ।মুক্তিযোদ্ধার চেতনা ধরে রাখতে হলে সকল মুক্তিযোদ্ধাদের ঐক্য গড়ে তুলতে হবে । কেউ যেন ঘুন ধরাতে না পারে।
