আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে যৌতুকের দাবিতে লাকি আক্তার (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামী শাহজাহান মিয়া। ১৮ এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলার চরমছলন্দ দক্ষিন মাইজ পাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী পালিয়ে গেলেও শ্বাশুড়িকে আটক করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার চরআলগী ইউনিয়নের দক্ষিন কিনার আলগী গ্রামের রফিজ মিয়ার মেয়ে লাকি আক্তারকে কয়েক বছর পূর্বে বিয়ে করে মাইজ পাড়া গ্রামের সুতি মিয়ার ছেলে শাহজাহান মিয়া। গত দুই বছর পূর্ব থেকেই শাহজাহান যৌতুক এনে দিতে স্ত্রী লাকি আক্তারকে শারীরিকভাবে নির্যাতন শুরু করলে সে এক বছর পূর্বে বাবার বাড়ি থেকে ৪০ হাজার টাকা এনে দেয় । কিন্তু শাহজাহান এতে সন্তুষ্ট না হয়ে আবারো বাবার বাড়ি থেকে লাকি আক্তারকে টাকা এনে দিতে বলে। এতে রাজি না হলে গতকাল শুক্রবার সকাল থেকেই আবারো টাকা এনে দেওয়ার জন্য শাহজাহান স্ত্রী লাকি আক্তারকে গালাগাল দিতে থাকে। এ নিয়ে দু জনের মধ্যে বাক-বিতন্ডা হয়। এর জের ধরে দুপুরে শাহজাহান স্ত্রী লাকিকে পিটিয়ে আহত করলে সে জ্ঞান হারিয়ে ফেললে স্বামী শাহজাহান লাকি আক্তারের মুখে বিষ ঢেলে দিয়ে বাড়ির লোকজনকে দিয়ে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ সময় নিহত লাকি আক্তারের সাথে থাকা তার শ্বাশুড়ি ফজিলা খাতুনকে(৫৫) হাসপাতাল থেকে আটক করে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘাতক স্বামী শাহজাহান এ ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে। গফরগাঁও থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গফরগাঁওয়ে ডাকাত সর্দার গ্রেফতার

ময়মনসিংহের গফরগাঁওয়ে আলমগীর বাহিনীর প্রধান আলমগীর ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গফরগাঁও ও পাগলা থানায় ডাকাতি, অপহরণ, চাদাবাজী, ধর্ষণসহ ১১টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্থি ফিরে এসেছে। উপজেলার উস্থি ইউনিয়নের ভুষার বাড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে পাগলা থানার পুলিশ গ্রেফতার করে গতকাল শুক্রবার ভোরে। জানা যায়, আলমগীর ডাকাত কয়েক বছর যাবত উস্থিসহ উপজেলার কয়েকটি ইউনিয়নে ডাকাতিসহ অসংখ্য সন্ত্রাসী ঘটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। তার বাহিনীর ভয়ে উস্থি ইউনিয়নের মানুষের রাতের ঘুম হারাম হয়ে যায়। পাগলা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান বলেন, দুর্দান্ত সন্ত্রাসী এই আলমগীর। তার রয়েছে নিজস্ব ডাকাত বাহিনী। গত কয়েকদিনের অভিযানের পর গতকাল শুক্রবার ভোরে ভুষার বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১১টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গফরগাঁওয়ে ট্্রাক্টর লড়ির চাপায় শিশুর মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁওয়ে লড়ির চাকার উপর উঠে খেলতে গিয়ে সজিব(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার দুপুরে পৌর শহরের জন্মেজয় এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে পৌর শহরের জন্মেজয় এলাকায় বাড়ির সামনে রাখা লড়ির খোলা বড় চাকার উপর উঠে খেলার সময় লড়ি চালক আলম মিয়ার শিশু পুত্র সজিব তাতে চাপা পড়ে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
