স্টাফ রিপোর্টার : শেরপুরে দি ফারমার্স ব্যাংক লিমিটেড এর ১৩তম শাখার উদ্বোধন করা হয়েছে। ১৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে শহরের তিনআনী বাজারের হাজী চাঁদ মার্কেটে ওই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. মহিউদ্দিন খান আলমগীর বলেন, ফারমার্স ব্যাংক কৃষকদের কৃষি উপকরণ কেনার বিষয়ে সার্বিক সহযোগিতা করবে। এ ছাড়া পুরুষের পাশাপাশি নারী গ্রাহকদেরও ফারমার্স ব্যাংক স্বাগত জানাবে। পুরুষ গ্রাহক উদ্যোক্তারা যে সব উদ্যোগ নেয়নি তেমন উদ্যোগ নিয়ে নারী গ্রাহকরা এগিয়ে এলে তাদেরকে সার্বিক সহযোগিতা করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আব্দুল হালিম, জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাক আহমেদ, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামসুন্নাহার কামাল প্রমুখ।
