চারঘাট রাজশাহী প্রতিনিধি : বৃহস্পতিবার সকালে চারঘাট উপজেলা প্রশাসন আয়োজনে সারা দেশের ন্যায় চারঘাটেও ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মনজুরে মাওলার সভাতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, রাফিকুল ইসলাম বাবু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মনছুর আলী, হাসানসহ সরকারী কর্মকর্তা, শিক্ষক, ছাত্রছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে কালচারাল ফোরামের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
