কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ট্রাকের হেলপার সেলিম (৩২) নিহত হয়েছে। সে পাবনা জেলার আলমের পুত্র। সোমবার ভোর ৫টার দিকে ভেড়ামারা-কুষ্টিয়া মহসড়কের ১২মাইল মতিয়া ফ্লিলিং ষ্টেশন সংলগ্ন সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই মজিবুর রহমান কে জানিয়েছেন, কিভাবে দূর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। ঘটনাস্থলে শুধুমাত্র দূর্ঘটনায় পতিত হওয়া ট্রাকটিই পড়ে আছে। ধারনা করা হচ্ছে, ভোর ৫টার দিকে দ্রুত বেগে ছুটে চলা একটি ট্রাক কে ওভারটেক করতে গিয়ে মাগুরা-ট-০২-০০১১ ট্রাকটি দূর্ঘটনায় পতিত হয়। দূর্ঘটনায় ট্রাক’র সামনের অংশ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই নিহত হয় ট্রাকের হেলপার সেলিম। এ ঘটনার পর ট্রাকের চালক’র কোন সন্ধান পাওয়া যায়নি।
