পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শনিবার মধ্যরাতে কালবৈশাখীর ছোবলে ঘর-বাড়ি ভেঙ্গে পড়া ও অতিরিক্ত শিলাবৃষ্টিতে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঝড়ে উপজেলার জারিয়া, ধলামূলগাঁও ও ঘাগড়া ইউনিয়নের ৩০/৪০টি ঘর-বাড়ি উড়িয়ে নিয়ে যায়। অতিরিক্ত শিলাবৃষ্টিতে কৃষকের ক্ষেতের ফসল আমূল নষ্ট হয়ে যায়। জানা গেছে, রবিবার রাত ১টার দিকে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ঘন্টা খানেক সময় চলতে থাকে এ ধ্বংসযজ্ঞ। জারিয়া গ্রামের কৃষক গফুর (৮০) জানান, তার জীবনে এমন শিলাবৃষ্টি দেখেননি। লেটিরকান্দা গ্রামের অপর কৃষক আ. রহিম (৫৫) জানান তার বসত ঘরটি ঝড়ে ভেঙ্গে পড়েছে আর বর্গায় চাষ করা জমির ফসল শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে পড়ায় তিনি চোখে অন্ধকার দেখছেন। সামনের দিনগুলি কি করে পারি দিবেন তা নিয়ে রয়েছেন দুঃশ্চিন্তায়। আ. করিমের মত এমন অবস্থা আরও অনেক কৃষকের দীর্ঘশ্বাসে ভারী হয়ে আছে পরিবেশ।
সকালে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে বের হন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ হেলাল উদ্দিন এবং ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু জারিয়া, ধলামূলগাঁও ইউনিয়ন পরিদর্শনের সময় জানান, উপজেলায় গত ৯ এপ্রিল কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে খলিশাউড়, হোগলা ও সদর ইউনিয়ন সহ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষতি হয়। পর পর ২টি ঝড়ে উপজেলার শত শত হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। যা খাদ্য ঘাটতি সৃষ্টি করতে পারে।
