নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমে(৪র্থ পর্যায়)প্রকল্পের আলোকে নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা জেলা তথ্য অফিসের আয়োজনে ১৩ এপ্রিল সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেনিসা রড্রিক্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরিয়েন্টেশন কর্মশালার শুভ উদ্ধোধন করেন। এরপর জেলা তথ্য অফিসার সানজীদা আমীন’র সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালা তিনটি সেশনে অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে যৌতুক এবং বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ভেনিসা রড্রিক্স। দ্বিতীয় সেশনে মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা ও নিরাপদ মাতৃত্ব বিষয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজীব আহমদ। তৃতীয় সেশনে স্যানিটেশন ও পরিবেশ ও জন্ম নিবন্ধন বিষয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মোস্তফা আহাম্মেদ। এর পর উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন নরসিংদী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মুনিরা বেগম,সিডিএমএস’র নির্বাহী পরিচালক ছফুরা বেগম,সাংবাদিক তোফাজ্জল হোসেন, সাংবাদিক এম লুৎফর রহমান, প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন নাজির,প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন প্রমুখ। ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তাগন সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এসব বিষয়ে যার যার অবস্থান থেকে গুরুত্বপূর্ন ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।
