ads

রবিবার , ১৩ এপ্রিল ২০১৪ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দামুড়হুদায় ও জীবননগরে ফেনসিডিলসহ আটক ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১৩, ২০১৪ ১১:২৮ পূর্বাহ্ণ
দামুড়হুদায় ও জীবননগরে ফেনসিডিলসহ আটক ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার কুতুবপুর সীমান্ত থেকে বাবর আলী (২২) নামের এক চোরাচালানীকে ২০০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে বিজিবি। সে দামুড়হুদা উপজেলার মুন্সীপুর গ্রামের গরীবুল্লাহর ছেলে। ১২ এপ্রিল শনিবার সকাল ১০টায় তাকে আটক করা হয়।

Shamol Bangla Ads

বিজিবি জানায়, শনিবার সকালে চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের মুন্সীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নাজমুল হক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুর সীমান্তে একটি ভুট্টাক্ষেতে ওঁৎপেতে ছিল। এ সময় দু’জন চোরাচালানীকে দেখে ধাওয়া করে বাবর আলীকে ২০০ বোতল ফেনসিডিলসহ আটক করে এবং জজ মিয়া নামের অপর এক চোরাচালানী পালিয়ে যায়। আটককৃতকে শনিবার বেলা ১২টায় মালামালসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে জীবননগর আলীপুর থেকে ফরিদা খাতুন (৪৫) নামে এক মহিলাকে ৫৯ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। সে জীবননগর উপজেলার গোপালনগর গ্রামের ইনতাজ আলীর মেয়ে। তাকে শনিবার বেলা ১২টায় আলীপুর মাজারের কাছ থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার দুপুরে জীবননগর থানার (এসআই) আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। পরে উপজেলার আলীপুর মাদ্রাসার কাছে সীমান্ত থেকে ছেড়ে আসা একটি করিমনকে গতিরোধ করে ফরিদা খাতুনকে আটক করে। তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মামলা হয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!