এম, এ করিম মিষ্টার, নীলফামারী : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর তারেক রহমানকে অর্বাচিন উলেখ বলেছেন, একটি অর্বাচীন ছেলে দেশের ইতিহাসকে বিকৃতির ষড়যন্ত্রে নেমেছে আর তার মা বেগম খালেদা জিয়া সেই সব বিকৃতিকে অনুমোদন দিয়ে যাচ্ছেন। খালেদা জিয়া পুত্র তারেক রহমান বিদেশের মাটিতে বসে প্রতিনিয়ত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরই ধারাবাহিকতায় এবার তিনি তার বাবাকে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দাবি করে দেশের ইতিহাসকে বিকৃত করার মিশনে নেমেছেন। ১২ এপ্রিল শনিবার বিকেলে নীলফামারী শিল্পকলা অডিটরিয়ামে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলণে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, পৃথিবীর কোন দেশের গণতান্ত্রীকমনা রাজনৈতিক দল রাজনীতির কারণে মানুষ হত্যা করেনা অথচ বাংলাদেশে বিএনপি একটি নির্বাচনকে প্রতিহত করার নামে দেশের জনগনকে প্রতিহত করার চেষ্টা করেছে। জনগন তাদের আন্দোলনে সাড়া না দেয়ায় তারা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে”। ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। তোমরা সবসময় দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করবে। জনগনের কল্যানের জন্য কাজ করতে না পারলে রাজনীতি করার স্বার্থকতা থাকেনা”।
জেলা ছাত্রলীগের সভাপতি দীপক চক্রবর্তীর সভাপতিত্বে সম্মেলণে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, আওয়ামী লীগের কেন্ত্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক কামরুল হাসান খোকন, নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, কেন্ত্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজুল আযম রিজভী, উপ-গণযোগাযোগ উন্নয়ন সম্পাদক সুমন তালুকদার, বিশেষ অতিথি ছিলেন। সম্মেলণের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম জীবন সঞ্চালিত সম্মেলণে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। এরপর মন্ত্রী সন্ধ্যায় কৃষি খামার মোড়ে সাত কোটি ১১ লাখ টাকা ব্যায়ে নির্মিতব্য নীলফামারী-ভবানীগঞ্জ ১১ দশমিক ৬৮০ মিটার সড়কের কাজের উদ্বোধন করেন মন্ত্রী।
