ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় শনিবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাত ১২টার পর উপজেলার ৭টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বোরোধান, শাকসবজী বাগানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। ঝড়ের তান্ডবে বিদ্যুতের খুটি উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কোরবান আলী বলেন, শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির পরিমানের চেয়ে বৃষ্টির পানিতে সেচঘাটতি পূরণ হয়ে কৃষকের উপকারই হয়েছে বেশি।
