চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার উজিরপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মাহবুব (১২) নামের এ শিশু নিহত হয়েছে। সে দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের ফতেহ আলীর ছেলে। ১২ এপ্রিল শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে দামুড়হুদা-চুয়াডাঙ্গা মহাসড়কের উজিরপুর নামক স্থানে উজিরপুর দাখিল মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র মাহবুব সজনা গাছে ডাটা পাড়ার উদ্দেশ্যে গাছে ওঠে। ডাটা পাড়ার সময় বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এব্যাপারে দামুড়হুদা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
