মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগান থেকে হরিয়া রবি দাস (৬০) নামে এক চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ এপ্রিল রবিবার সকাল ১০ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাগানের খুকি টিলা লাইনের পাশের একটি সেগুন গাছে রবি দাসকে ঝুলতে দেখে বাগান শ্রমিকরা ম্যানেজারকে খবর দেন।
পরে তিনি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করে জানান, এটা হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।সকাল ১১টার দিকে তিনি আরো জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
মৌলভীবাজারে পুলিশের অভিযানে আটক-৮

সন্দেহজনকভাবে ঘোরা ফেরা করায় মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ। ১৩ এপ্রিল রোববার ভোরে তাদেরকে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আটকরা হলেন, উজ্বল মিয়া (১৯), শ্রী মলিক (২৫),জালাল মিয়া (২৩),শফিক মিয়া (২২),রিপন আহমদ (২৮), মানিক মিয়া (২৫),আমিন মিয়া (২২), তোফায়েল আহমদ (২৫)। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুছ ছালেহ বিষয়টি নিশ্চিত করেছে।
