এস. এম জামাল, কুষ্টিয়া : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া- ৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, “বাংলাদেশের ইতিহাস বিকৃতিসহ দেশ নিয়ে যুদ্ধাপরাধী রাজনৈতিক সংগঠন জামায়াত-বিএনপি জোটের সব ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ স্বাধীনতার স্বপক্ষের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে”। ১১ এপ্রিল শুক্রবার দুপুরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে হানিফ এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ রায়হানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান প্রমুখ।
