শ্যামলবাংলা স্পোর্টস : ‘তিন মোড়ল’ এর প্রস্তাবটি অনুমোদিত হয়েছিল সিঙ্গাপুরে গত ফেব্রুয়ারির আইসিসির সভায়। দুবাইয়ে এবারের বৈঠকে নিশ্চিত হয়েছে, আইসিসির সহযোগী দেশগুলোর সামনে খুলেছে টেস্টের দুয়ার। আর তাদের এই মর্যাদা পাওয়ার লড়াইটা হতে পারে বাংলাদেশের বিপক্ষে ‘আইসিসি টেস্ট চ্যালেঞ্জ’ খেলে। ২০১৭ সালের শেষ পর্যন্ত টেস্ট র্যাঙ্কিংয়ের দশম অবস্থানে থাকলে বাংলাদেশকেই সহযোগী কোনো দেশের সঙ্গে চার ম্যাচের ওই প্রতিযোগিতায় নামতে হবে।

আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুবাইয়ে সভা শেষে আইসিসির পরিচালনা পর্ষদ ‘আইসিসি টেস্ট চ্যালেঞ্জ’ -এর অনুমোদন দিয়েছে। প্রতি ৪ বছর পরপর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচের দলটির বিপক্ষে খেলার সুযোগ পাবে আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপ বিজয়ী দল। প্রস্তাবে বলা হয়, ২০১৭ সালের ৩১ ডিসেম্বরে অথবা সে সময় চলতে থাকা কোনো সিরিজ শেষ হওয়ার পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের দশম দলটি ইন্টারকন্টিনেন্টাল কাপের বিজয়ী দলের বিপক্ষে ৫ দিনের ৪ টি ম্যাচ খেলবে। এর মধ্যে দু’টি করে ম্যাচ নিজেদের মাঠে খেলবে দলগুলো। আর এই ৪ ম্যাচকেই বলা হচ্ছে ‘আইসিসি টেস্ট চ্যালেঞ্জ’ যার প্রথমটা হবে ২০১৮ সালে। সহযোগী দেশটি ‘আইসিসি টেস্ট চ্যালেঞ্জ’ জিতলে টেস্ট মর্যাদা পাবে বলে সিঙ্গাপুরে গত ৮ ফেব্রুয়ারির বোর্ডসভায় সিদ্ধান্ত হয়েছিল।
এ প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, আইসিসি টেস্ট চ্যালেঞ্জ সহযোগী দেশগুলোকে টেস্ট খেলার দুয়ার খুলে দিয়েছে। এতে আরও বেশি গুরুত্ব পেল কন্টিনেন্টাল কাপ, যা টেস্ট মর্যাদা পাওয়ার সোপান হয়ে দাঁড়ালো।
