নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। গত ১২ই এপ্রিল বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়ের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি রেজাউল করিম তানসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান একে আজাদ, বগুড়া কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচ বজলুর রশীদ রাজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মশিদুল হক, থানার ওসি শাহজহান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান, ইউপি চেয়ারম্যান আ.বারী বারেক, আফছার আলী, জাসদ নেতা ফরিদুল ইসলাম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি দারুস সালাম রাবু ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নজরুল ইসলাম।
