চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : পররাষ্ট্র প্রতিমন্ত্রি শাহরিয়ার আলম উপজেলা নির্বাচনে পরাজয়ের কারণ হিসাবে যুক্তি উপস্থাপন করেন এবং অতীতের ভুলত্র“টি সংশোধন করে নতুন উদ্যোমে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দলকে আরও শক্তিশালী করার আহবান জানান। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা পরাজয়ের কারণ হিসাবে বলেন, তৃণমূল কর্মীদের সাথে যোগাযোগের অভাব, পকেটমানি বন্ধ করুন সঠিক রাজনীতি গড়ে তুলুন, ভোটারদের বাড়ী বাড়ী না যাওয়া, প্রার্থী তৃণমূল পর্যায়ের মনোনীত না হওয়া ইত্যাদি।

গতকাল শনিবার বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আ’লীগের নির্বাচনোত্তর কর্মীদের সাথে এক মত বিনিময় সভা উপজেলা আ’লীগের আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক এমপি রায়হানুল হক, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম, এ্যাডঃ শাহনাজুর রহমান, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম বাদশা, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহাজ উদ্দিন, ভায়ালক্ষীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু তালেব, সরদহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শাহাবুদ্দিন সরকার, ভায়ালক্ষীপুর বুধিরহাট কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন, মোক্তার হোসেন, কামালসহ প্রতিটি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মীবৃন্দ।
চারঘাটে শিবির দল না করার অপরাধে শিক্ষককে মারপিট
মুংলী প্রত্যাশা প্রাইভেট হোম কোচিং সেন্টারের শিক্ষক আনোয়ার হোসেন -কে শিবির দল না করার অপরাধে শিবির কর্মীরা মারপিট করে আহত করে। কোচিং সেন্টারের অপর শিক্ষকরা ও স্থানীয় লোকজন আনোয়ারকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উলেখ্য গত ৭ এপ্রিল সোমবার সকালে শিবির দল না করার অপরাধে শেরে আলম এর নেতৃত্বে কয়েকজন শিবির কমীর্ মুংলী প্রত্যাশা প্রাইভেট হোম কোচিং সেন্টারের আনছার মিস্ত্রির ছেলে আনোয়ার হোসেন -কে লাঠিসোটা দিয়ে মারপিটের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী শালিসের আহবায়ক মোহরী রায়হানুল হক মীমাংসার জন্য গত শুক্রবার দিন ধার্য্য করা হলে বিবাদীগণ না আসায় থানায় একটি অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়। পরবর্তীতে শেরে আলমের স্ত্রী আনোয়ারের নামে থানায় মিথ্যা ইফটিজিং অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে চারঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্তূজা বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
