আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় াাদমদীঘির বিষœুপুর গ্রামে কোরবান আলী মন্ডল (৬৮) নামের এক বৃদ্ধ শয়ন ঘরের তালার তীরের গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মগত্যা করেছে। তার আত্মহত্যার কারন জানা যায়নি। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি ইউ,ডি মামলা হয়েছে। নিহতের স্ত্রী লাইলি জানায় তার স্বামী দীর্ঘ দিন ধরে পেটের ব্যাথা জনিত রোগে ভুগছিল।
