সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ৫৫ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ১১ এপ্রিল শুক্রবার সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে কলমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের আব্দুল হান্নানের ছেলে গোলাম কিবরিয়া (২৮) ও আব্দুল জব্বারের ছেলে মারফত আলী (২৫)।

থানার এসআই মামুনুর রশিদ জানান, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল হাই ও এএসআই বায়েজীদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ খোট্টাপাড়া মোড় থেকে বাইসাইকেলে আইসক্রিম বিক্রি করার সময় ওই বাক্সে তলাসী চালিয়ে বাক্সের ভিতর অভিনব কায়দায় রাখা ৫৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
