শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী পৌর এলাকার পশ্চিম তাতীহাটি গ্রামে পুকুর থেকে কাঁদা মাটি আনতে গিয়ে মা পিছলে পানিতে পড়ে সাকিনা খাতুন নামের এক চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রী মারা গেছে। ১০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধায় ওই ঘটনা ঘটে। মৃত সাকিনা খাতুন পশ্চিম তাতীহাটি গ্রামের আব্দুল হাকিমের মেয়ে এবং সে তাতীহাটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সাকিনার অকাল মৃত্যুতে তার পরিবারের মাঝে শোক বিরাজ করছে।
শ্রীবরদী প্রেস ক্লাবে শোকসভা

বাংলাদেশের খ্যাতনামা সাংবাদিক ও কলামিষ্ট এবিএম মুসা’র মৃত্যুতে গতকাল শুক্রবার সকালে শ্রীবরদী প্রেস ক্লাব মিলনায়তনে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী প্রেস ক্লাবের আয়োজনে শোক সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি রেজাউল করিম বকুল। শোক সভায় গুনী সাংবাদিক ব্যক্তিত্বের কর্মজীবনের নানাদিক নিয়ে স্মৃতি চারনমূলক বক্তব্য রাখেন শ্রীবরদী প্রেস ক্লাবের সাধান সম্পাদক তারেক মুহম্মদ আব্দুলাহ রানা, জাতীয় সাংবাদিক সংস্থা শ্রীবরদী উপজেলা ইউনিটের সাধারন সম্পাদক এটিএম রায়হান রতন, সিনিয়র সহ-সভাপতি তালেব হোসেন তোতা, সাংবাদিক নুরুল আমিন, গাজীউর রহমান প্রিন্স প্রমুখ। শোক সভা শেষে মরহুম এবিএম মুসা’র রোহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
