বাসাইল(টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের বাসাইলে বাসাইল বাজার ও কাশিল বটতলায় ৩ দিনের ব্যাবধানে ৬টি দোকান থেকে নগত টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে চুরেরা। দেকান মালিকদের তথ্য অনুযায়ী জানা যায়, কাশিল বটতলা বাজারের পাল ষ্টোর, আক্তার ষ্টোর ও নাজিম ষ্টোর থেকে গত ১০ এপ্রিল রাতে ফ্লেক্সিলোড, বিকাশের দোকানসহ ৩টি মুদি দোকানের টিনের বেড়া কেটে দোকানের ভিতর প্রবেশ করে নগত টাকাসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চুরেরা। অপরদিকে গত ৮ এপ্রিল রাতে বাসাইল সদরে বাসাইল থানা কোয়ার্টারের মাত্র দেড়’শ গজ দূরে ৩টি দোকানের (মতিবালা ষ্টোর, মৌসুমী জেনারেল ষ্টোর ও হাজী ষ্টোর) টিনের চাল কেটে নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। থানা প্রশাসনের নাকের ডগায় কিভাবে এসব দোকানে চুরি হয় তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। চুরের উপদ্রপে এসব এলাকার দোনদাররা আতঙ্কে ভোগছে। কাশিল বটতলা বাজার কমিটির সাধারণ সম্পাদক জহির আহমেদ পিন্টু বলেন, চুরির ঘটনায় থানায় সাধারন ডাইরী করা হয়েছে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া বলেন, চুরির ঘটনায় ক্ষতিগ্রস্থ এলাকা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
