নরসিংদী প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার নরসিংদী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোঃ হাবিবুর রহমান হাবিব (বৈশাখী টিভি)- সভাপতি ,মাখন দাস(একুশে টিভি) -সাধারণ সম্পাদক ও শফিকুল মোহাম্মদ মানিক(দৈনিক আলোচনা)কে কোষাধ্যক্ষ সহ ১১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয় । কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ সভাপতি- বাদল কুমার সাহা (দৈনিক ভোরের কাগজ) ও আবুল ফায়েজ(আলোর দিগন্ত), সহ সাধারণ সম্পাদক -মোঃ আমজাদ হোসেন(দৈনিক যায় যায় দিন ), সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- প্রীতি রঞ্জন সাহা(দৈনিক সমকাল), দপ্তর সম্পাদক- আবুল বাশার বাছির(দৈনিক ডেসটিনি) ও কার্যনির্বাহী সদস্য যথাক্রমে হলধর দাস(দৈনিক প্রাইম), মোবারক হোসেন(দৈনিক দিনকাল) ও মশিউর রহমান সেলিম(দি বাংলাদেশ টুডে)। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন নরসিংদী সরকারি কলেজের অধ্যাপক এবিএম আমির হোসেন।
নির্বাচনে মোট ৪৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
