সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে কারিতাস রাজশাহী অঞ্চলের আয়োজনে তিনদিন ব্যাপী ট্রেডিট ইউনিয়নের আর্থিক ব্যাবস্থাপনা প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় ফুরকুটিডাঙ্গা আদিবাসী কমিউনিটি সেন্টারে সমাজ উন্নয়ন এ্যানিমেটর বলাই মারান্ডী’র সভাপতিত্বে অনুষ্ঠিত ট্রেডিট ইউনিয়নের আর্থিক ব্যাবস্থাপনা প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের সমাজ উন্নয়ন কর্মকর্তা ফুলজেন শিউস মারান্ডী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নয়ন বাবু, চাঁদপুকুর ক্যাডিট ইউনিয়নের সভাপতি পোল ধারও তিগ্যা, ম্যানেজার ওমন তিগ্যা, সাপাহার শাখা সমাজ উন্নয়ন এ্যানিমেটর কস্তান তিনা টপ্য, নাসিমা বেগম প্রমুখ। সাপাহার সদর, শিরন্টি ও তিলনা ইউনিয়নের ২০ টি ক্যাডিটের ৩০ জন আদিবাসী সদস্যদের নিয়ে এ ট্রেনিং অনুষ্ঠিত হয়।
