রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে বুধবার দিবাগত রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ো বাতাসে শিক্ষা-প্রতিষ্ঠান, ঘরবাড়ি, গাছপালা ও রবি ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ঝড়ো হাওয়ায় মন্ডলের বাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজটির চারটি শ্রেণীকক্ষ বিশিষ্ট একটি টিনশেড ঘর লন্ডভন্ড হয়ে গেছে। এতে গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি, আসবাবপত্রসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক। গতকাল থেকে ওই শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। এদিকে উপজেলার বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ায় ঘর-বাড়ি, গাছপালা, ভূট্টাক্ষেত, কলাবাগান, ভেঙ্গে উপরে পড়াসহ বেশীরভাগ এলাকায় বিদ্যুত সংযোগ গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্ধ ছিল।
রাজারহাটে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ও এইচএলপি-এর সহযোগিতায় স্থানীয় সরকার ব্যবস্থা ও জনবান্ধব কার্যকরকে শক্তিশালী করার লক্ষে দিনব্যাপী এক পারস্পারিক শিখন কর্মসূচী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১টায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম। বিশেষ অতিথি ছিলেন-ঢাকা প্রিপ-ট্রাষ্ট’র নির্বাহী পরিচালক আরমা দত্ত, ভাইস চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান কোরাইশী লায়লা ফেরদৌসী বীথি প্রমূখ।
