নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে নন্দীগ্রাম অফিসার্স ক্লাবের উদ্যোগে ওই সংবর্ধনা প্রদান করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়ের সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, মেয়র সুশান্ত কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার মশিদুল হক, থানার ওসি শাহজাহান আলী, উপজেলা আনসার ও বিডিপি অফিসার আবু সাঈদ হাসান, ইউপি চেয়ারম্যান আ.বারী বারেক, তৌফিকুল ইসলাম রানা ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি দারুস সালাম রাবু প্রমুখ।
নন্দীগ্রামে গোপনে স্কুল ম্যানেজিং কমিটি গঠন করে দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগের চেষ্টা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মনিনাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গোপনে ম্যানেজিং কমিটি গঠন করে দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। মনিনাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হলে সাবেক সভাপতি রফিকুল ইসলাম নতুন কমিটির বিদ্যোৎসাহী সদস্য হিসাবে মনোনয়ন পাবার জন্য সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী এমপির ডি.ও সম্বলিত মনোনয়নপত্র জমা দেয়। এদিকে প্রধান শিক্ষক নির্বাচনী তফসিল ঘোষণা না করে গোপনে একটি ম্যানেজিং কমিটি গঠন করে তা অনুমোদন করে নেয়। এব্যাপারে উক্ত রফিকুল ইসলাম প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসারের সহিত যোগাযোগ করলে তাকে কিছু জানাই নি বলে তিনি জানান। অথচ প্রধান শিক্ষক দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়ে সভাপতি বরাবর আবেদন করতে আহবান করেছেন। এনিয়ে মনিনাগ গ্রামবাসিদের মাঝে চরম উদ্বেগ-উৎকন্ঠা সৃষ্টি হয়েছে।
নন্দীগ্রামে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার কালিকাপুর বারোয়ারী রাধা-গোবিন্দ মন্দির ও আটচালা অঙ্গণে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন, পৌরসভার মেয়র সুশান্ত কুমার সরকার, উক্ত মন্দির কমিটির সভাপতি সুধীর চন্দ্র, সহ-সভাপতি বিমল চন্দ্র, সেক্রেটারী নারায়ণ চন্দ্র ও উপদেষ্টা অখিল চন্দ্র প্রমুখ।
