রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : রূপগঞ্জে দুই লাখ টাকার জাল নোটসহ দুই প্রতারককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাব এলাকা থেকে পুলিশ আহাদ মিয়া (৩৪) ও দুলাল মিয়া (৪০) নামে দুই জাল নোটের প্রতারককে আটক করে। আটক আহাদ মিয়া কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন নুরুপুর এলাকার মৃত মফিজ মিয়ার ছেলে ও দুলাল মিয়া সাহাপুর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
রূপগঞ্জ থানার এএসআই সফিক আহাম্মেদ বলেন, উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউখাব এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশিকালে আহাদ মিয়া ও দুলাল মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে। পরে তাদের সঙ্গে থাকা পাঁচশ টাকার চারটি বান্ডেলে মোট দুই লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

মজনু, রূপগঞ্জ থেকে।
