ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার চরমহলা ইউনিয়নের মজুমদারীচর গ্রামের মাঠে বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত আব্দুস ছোবহান (৭০) মজুমদারীচর গ্রামের বাসিন্দা। সকালে গরু নিয়ে মাঠে গেলে তার উপর বজ্রপাত পতিত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ছাতকের বাগবাড়ি কালি মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপন

ছাতক পৌর শহরের বাগবাড়ি গ্রামের পুরাতন শ্রী শ্রী কালি মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। ভিত্তি প্রস্থর স্থাপনের পূর্বে শাস্ত্রীয় মাঙ্গলিক অনুষ্ঠানাদি পরিচালনা করেন, গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার সেবায়িত হিমাদ্রী গোস্বামী মোহর। পরে উপস্থিত সনাতন ধর্মাবলম্বিদের মধ্যে প্রসাদ বিতরন করা হয়। এ সময় পৌরসভার সহকারি প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, পূজা উদযাপন কমিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিন্দ্র কুমার দাস, মন্দির পরিচালনা কমিটির সভাপতি মৃদুল কান্তি দে, সাধারণ সম্পাদক রানা কর, সহ-সম্পাদক মৃদুল কান্তি দাস মিন্টু, কোষাধ্যক্ষ বিকাশ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবুল পাল, মহাপ্রভুর আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিতাই রায়, সনাতন ধর্মাবলম্বি সমরজিৎ কর বাবুল, অমর দেবনাথ, গৌতম ঘোষ, মুক্তা কর, কালিদাস পোদ্দার, নারায়ন পাল, নিমাই রায়, মিটন লাল রায়, শংকর দত্ত, সুশান্ত কর্মকার, রনি রায়, সাগর তালুকদার টিটু, প্রিতেষ করসহ সনাতন ধর্মাবলম্বি লোকজন উপস্থিত ছিলেন।
