কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যায়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মাহবুবর রহমান ও ছাত্র উপদেষ্টা হয়েছেন অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার তাদেরকে নিয়োগ দিয়েছেন বলে জানা গেছে।
রেজিস্টার অফিস সূত্রে জানা যায়, সাবেক ছাত্র উপদেষ্টা ও ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানকে প্রক্টর এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে ছাত্র উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তারা যথাক্রমে সাবেক প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের এবং সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মাহবুবর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।
এছাড়া একই সঙ্গে তিনজন নতুন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার। তারা হলেন- ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর সাদাতের পরিবর্তে একই বিভাগের সহকারী অধ্যাপক কে এম শরফুদ্দিন, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিনের পরিবর্তে একই বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান এবং বাংলা বিভাগের প্রভাষক ড. বাকিবিলাহ বিকুলের পরিবর্তে কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোনতাসির রহমান।
