ওবায়ুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীর বাগমারা উপজেলার সকোয়া গ্রাম এখন জনমনে স্থান পেয়েছে। এক সময় এই এলাকা মানুষ চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হত। তাছাড়া অনেক সময় মমর্ূৃষ্য রুগি সঠিক সময়ে চিকিৎসার অভাবে পথেয় মারা যেত। কিন্ত বর্তমান আর সেই দিন নেই। এখন তার পরিবর্তন ঘটেছে। এসেছে নতুন আঙ্গিকে সেবা প্রদানের সালেহা-ইমারত মেডিকেল সেন্টার মেডিকেল সেন্টার। এলাকার সাধারন জনগনের মতে এই মেডিকেল সেন্টার আর্শিবাদ হয়ে এসেছে, এমপি এনামুল হক দরিদ্রের মসিহা। এমপি এনামুল হক জানান, ২০০৮ সালে এই মেডিকেলের সুত্রপাত। বিশেষ করে এই এলাকার সাধারন দরিদ্র জনগনের কথা চিন্তা করেই আমি আমার মা-বাবার নামে সলেহা-ইমারত মেডিকেল সেন্টরটি স্থাপনা করি। এই মেডিকেল সেন্টারাট প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডাঃ সৈয়দ মোদ্দাসের আলি উদ্বোধন করেন।পল্লিতে স্বাস্থ্যসেবায় অলো ছড়াচ্ছে এই মেডিকেল সেন্টারটি। সকোয়া, নিমপাড়া, কাঠালবাড়ি, মাডিয়া, কালাপাড়া, হায়াতপুর, শীতলায়, গোয়াল কান্দি, মাঝগ্র্মসহ বিভিন্ন গ্রামের দরিদ্র ও অসহায় মানুষ নানা জটিলতার রোগের চিকিৎসা নিতে প্রতিদিন লম্বা লাইন হয়। এলাকার সুত্র মতে প্রায় শত ভাগ মানুষ এখানে আসেন । রাজশাহী শহরের যে কোন প্রাইভেট ক্লিনিকে ৪০০-৫০০টকা ভিজিট লাগে। অথচ এইখানে ৩০ টকার বিনিময়ে শহরতুল্য সেবা পেয়েথাকেন র্সবস্তরের মানুুষ। এই প্রচারনা আর থেমে নেই রাজশাহী শহরের ছড়িয়ে পড়েছে এমপি এনামুল হকের অবদানের কথা। আগামী ১২ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই মেডিকেল সেন্টারটি দেখবেন বলে জানা যায়।
