শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে দুর্বৃত্তদের হামলায় সুজন মিয়া (২৬) নামে এক ইজি বাইক চালক গুরুতর আহত হয়েছে। ৬ এপ্রিল রবিবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজার মহল্লায় ওই ঘটনা ঘটে। আহত সুজন মিয়াকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজার মহল্লায় ইজিবাইক চালক ও পৌরসভার কমিশনার শাহআলমের ছোট ভাই সুজন মিয়াকে অজ্ঞাত কারণে তিনচার জন দুর্বৃত্ত হামলা করে। এতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কাউকে আটক করতে পারেনি।
সূত্র জানায়, ইজিবাইক ষ্ট্যান্ডের আদিপত্য নিয়ে বিরোধের জের ধরে তাদের প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে তাদের ধারনা।
