কুষ্টিয়া প্রতিনিধি : ‘‘মশা-মাছি দুরে রাখি, রোগ-বালাই মুক্ত থাকি’’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কুষ্টিয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার সময় কুষ্টিয়া পৌরসভার বিজয় উলাস থেকে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের গিয়ে শেষ হবে। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদসহ সিভিল সার্জন ডাঃ মুস্তাফিজুর রহমানসহ র্যালীতে অংশ নেবেন।
কুমারখালীতে সড়ক নির্মান কাজের উদ্বোধনকালে এমপি আব্দুর রউফ
আওয়ামীলীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে

কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক নির্মান কাজের উদ্বোধন করেছেন কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালী আসনের সংসদ সদস্য আব্দুর রউফ।
শনিবার বিকেলে কুমারখালীর পান্টি ইউনিয়নের বিরিকয়া ভালুকা এলাকায় প্রায় ৪৩ লাখ টাকা ব্যায়ে ৯৫৫ মিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
এসময় এমপি আব্দুর রউফ তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এ সরকার যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে। পর্যায়ক্রমে এলাকার আরো বিভিন্ন ধরনের উন্নয়নের জন্য কাজ করা হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, আপনাদেও ভোটে আমি এমপি নির্বাচিত হয়েছি আপনাদের উন্নয়নই হবে আমার প্রধান কাজ।
সকল রাস্তার পাকাকরণ করা হবে বলে আশ্বাস দিয়ে তিনি বলেন এই কুমারখালী উপজেলার কোন রাস্তা আর কাঁচা থাকবে না।
এসময় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন,জেলা যুবলীগ নেতা নাসির উদ্দীন মৃধাসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
