ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ লেকে মহাঅষ্টমী স্নান উত্সব উদযাপিত হয়েছে। ৭ এপ্রিল সোমবার ভোর থেকেই সনাতন ধর্মাবলম্বী শতশত ভক্তরা স্নান উত্সবে সমবেত হন। বিকেল পর্যন্ত অবকাশ লেকে চলে ওই স্নান উত্সব। এ উপলক্ষে রাত থেকেই গজনী গঙ্গা মন্দিরে শুরু হয় পূজা পালন। ভক্তরা নিজেদের পাপ মোচনসহ বিশ্ব শান্তি কামনা করেন। গঙ্গা মন্দিরের সভাপতি সর্বেশ্বর হাজং জানান, ১৯৯৮ সাল থেকে এ উত্সব উদযাপিত হয়ে আসছে। এ উত্সবে ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা অংশ গ্রহণ করেন। এ উত্সব উপলক্ষে গজনী অবকাশ লেকের চারপাশে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছিল কড়া পুলিশি নিরাপত্তা।
