রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে জাতীয় সংগীতের মধ্য দিয়ে বাংলাদেশ ওর্য়াকাস পাটির উপজেলা সম্মেলন মোঃ তৈমুর রহমানের সভাপতিত্তে¡ গত শনিবার বিকালে পাবলিক পাঠাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ওর্য়াকাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক মেয়র সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু বলেন, ওয়ার্কাস পার্টি লুটপাট করেনা। গরীব, অসহায় মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থানের যোগান দেয়ার রাজনীতি করে।
বিশেষ অতিথি ছিলেন কমরেড অধ্যাপক ইয়াসিন আলী (এম.পি), ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, কমরেড সোহরাব আলী (ভারপ্রাপ্ত সম্পাদক), কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম, উপজেলা জাতীয় কৃষক সমিতির অন্যতম সদস্য সাদেকুল ইসলাম, ছাত্র মৈত্রীর অন্যতম সদস্য আলমগীর হোসেন।
আরো বক্তব্য রাখেন, আ’লীগের সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, লুৎফর রহমান, মো: আনিসুর রহমান, অধ্যাপক বেনু গোপাল বসাক, অধ্যাপক প্রসান্ত বসাক, সুকুমার মদক, ওবায়দুর রহমান প্রমুখ।
হরিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাওয়ের হরিপুরের যাদুরাণী নন্দগাও মিলপাড়া গ্রামের আঃ সুবহানের ছেলে মাহিদুর রহমান (১০)কে গত ৫এপ্রিল বেলা ৩টা থেকে খুজে পাওয়া যাচ্ছিলনা। অনেক খোঁজাখুজির পর ৬ এপ্রিল সকালে বাড়ির ৪’শ-৫’শ গজ দুরে পুকুর থেকে হরিপুর থানা পুলিশ মাহিদুরের ভাসমান লাশ উদ্ধার করে। মাহিদুর ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র।
হরিপুর থানা অফিসার ইনচার্জ বলেন, পুকুর থেকে লাশ উদ্ধার করে সুরত হালের ব্যবস্থা নেয়া হয়েছে। মৃতের পরিবার থেকে কারো উপর সন্দেহ করা হচ্ছেনা তবুও মৃত্যুর বিষযটি আমরা খতিয়ে দেখব।
