রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে গতকাল রবিবার লোকাল লেভেল প্রোগ্রাম (এলএলপি) কার্যক্রমে উপজেলা টাস্কফোর্স ডেলিগেশন ও স্টেকহোল্ডার পার্টিসিপেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এদিন রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে বেলা ১১টায় উপজেলার ২নং কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোকলেছুর রহমান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর ডাঃ মোঃ আব্দুল বাসিত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সিভিল সার্জন ডাঃ মোঃ আলাউদ্দিন, লোকাল কো-অডিনেটর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এসএম নজমুল হোসেন, উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা মোঃ অহেদুর রহমান আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ রেহুনুমা মুনমুন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডাঃ মুনির আলী আকন্দ, মেডিকেল কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ হোসনে আরা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
