মৌলভীবাজার প্রতিনিধি : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি হাবিব উন নবী খান সোহেল এর উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দল। ৬ এপ্রিল রোববার সন্ধা ৭ টায় মিছিলটি শহরের চৌহমুহনা চত্বর থেকে শুরু হয়ে কোট রোডস্থ শহিদ মিনার প্রঙ্গনে এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সামাবেশে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশর দাস চৌধুরী, শামিম হাবিব চৌধুরী রবিন, নয়ন ইসলাম, আব্দুছ সালাম, শাহান আহমদ, আব্দুল হান্নান, সৈয়দ ময়নুল, আহাদ আহমদ প্রমুখ।
