বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভোটপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ও ভোটপাড়া গ্রামের জিতেন চন্দ্রের নাবালিকা কন্যা বিলাশী রাণী (১২) বাড়ীর পার্শ্ব থেকে নিখোঁজ হয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ভোটপাড়া গ্রামের জিতেন চন্দ্রের নাবালিকা কন্যা ও ভোটপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী বিলাশী রাণী গত ২৯ মার্চ বিকালে বাড়ীর পার্শ্বে মাঠ খেলতে গেলে সে আর পরবর্তীতে বাড়ীতে ফিরে আসেনি। তার পরিবারের লোকজন নাবালিকা কন্যাকে খোঁজাখুজি অব্যহত রেখেছে। নাবালিকা কন্যার নিখোঁজ হবার ৯দিন অতিবাহিত হলেও এ যাবত তার কোন সন্ধান পাচ্ছেনা বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
