পাইকগাছা (খুলনা) সংবাদদাতা : খুলনার পাইকগাছায় সুপেয় পানি নিয়ে বিপাকে রয়েছেন এলাকাবাসী। সুপেয় পানির একমাত্র উৎস্য ৬৫% অগভীর নলকুপের পানি আর্সেনিকযুক্ত হওয়ায় বিকল্প হিসাবে পুকুরের পানি পান করেই জীবন ধারন করতে হচ্ছে এ অঞ্চলের মানুষকে। ব্যবহারের অনুপযোগী হওয়ায় নামমাত্র গভীর নলকুপগুলো অকেজো হয়ে পড়ে রয়েছে। পরীক্ষা-নীরিক্ষার অভাবে ১০ বছরেও অধীক সময় ধরে আর্সেনিকযুক্ত পানি পান করায় আর্সেনিকের আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে অনেকেই মনে করছেন। এ পর্যন্ত ৮৬ জন আর্সেনিক রোগী পাওয়াগেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

সুত্রমতে-জেলার সুন্দরবন সংলগ্ন ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত হয়েছে পাইকগাছা উপজেলা। উপজেলায় মোট আড়াইলাখ লোকের বসবাস হলেও প্রায় ৭০ ভাগ মানুষের জন্য সুপেয় পানির কোন ব্যবস্থা নেই। অথচ ৩০ বছর আগেও এ অঞ্চলে যখন লবন পানির অনুপ্রবেশ ছিল না তখন এ অঞ্চলে সুপেয় পানির তেমন কোন ঘাটতি ছিল না। ৮০’র দশকের দিকে এ অঞ্চলে বানিজ্যিক ভিত্তিতে লবন পানির চাষ শুরু হলে ধীরে ধীরে বন্ধ হতে থাকে সুপেয় সুপেয় পানির উৎস্যগুলো। বছরে প্রায় অধিকাংশ সময় অধিকাংশ এলাকা লবন পানিতে তলিয়ে থাকায় ভূ-গর্ভের পানিতেও দেখা দেয় লবনাক্ততা। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শেখ সরফরাজ আলী জানান বর্তমানে উপজেলায় মোট ২ হাজার ৬০৮ টি অগভীর নলকুপ রয়েছে। যার মধ্যে ব্যবহৃত হয় ২ হাজার ৩৩৭ টি নলকুপ। ব্যবহৃত এসব নলকুপের মধ্যে ৬৫ ভাগ নলকুপই রয়েছে আর্সেনিকে ভরা। সর্বশেষ ২০০৩ সালে আর্সেনিক পরীক্ষা করার পর গত ১০ বছরেও অধিক সময় সরকারিভাবে আর কোন পরীক্ষা না করার ফলে অধিকাংশ মানুষ আর্সেনিকযুক্ত পানি পান করছে। অনেকেই আবার বিকল্প হিসাবে পুকুরের পানি পান করে জীবন ধারন করছে। উপজেলার কপিলমুনি, হরিঢালী, গদাইপুর এলাকায় সুপেয় পানির কিছুটা উৎস্য থাকলেও প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ বিশেষ করে সুন্দরবন সংলগ্ন গড়ইখালী, দেলুটি, লতা, সোলাদানা, লস্কর ও চাঁদখালী ইউনিয়নে সুপেয় পানির বালাই বলতে কিছুই নেই। এসব এলাকার মানুষের সুপেয় পানির একমাত্র উৎস্য হল পুকুর, পিএসএফ ও রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম ব্যবস্থা। এসব এলাকায় কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে পানি সংগ্রহ করতে হয়। পৌর এলাকাও এর ব্যাতিক্রম নয়। মধুমিতা পার্ক ও লোনাপানি কেন্দ্রের কয়েকটি পুকুর পৌর বাজারের সকল হোটেল, রেস্তোরা থেকে শুরু করে গোটা পৌরবাসীর একমাত্র পানির উৎস্য। শিববাটি গ্রামের বাসন্তি রাণী জানান প্রায় আড়াইকিলোমিটার পায়ে হেঁটে লোনা পানি কেন্দ্রের পুকুরে পানি আনতে গিয়ে দিনের অধিকাংশ সময়ই চলে যায়। ফলে দিনের অর্ধেকট্ াসময় ব্যয় করতে হয় পানির জন্য। এভাবেই চলতি শুষ্ক মৌসুমে তীব্র পানি সংকটের মধ্যে দিয়ে জীবন ধারন করছে গোটা উপজেলাবাসী। সুপেয় পানি সংকটের এ অবস্থা থেকে পরিত্রান পেতে এসএসটি, ভিএসএসটি ব্যবস্থা উপযোগী বলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা শেখ সরফরাজ আলী জানান। তিনি বলেন এ অঞ্চলে ভূগর্ভের গভীরে আর্সেনিক, আয়রন ও লবনাক্ত পানি বিরাজ করায় এসএসটি, ভিএসএসটি ব্যবস্থায় ৪০ থেকে ৬০ ফুটের মধ্যে সুপেয় পানির উৎস্য পাওয়া যায় বলে তিনি জানান।
পাইকগাছায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা
পাইকগাছায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ক পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন কর্তৃপক্ষের সাথে উদ্বৃদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এইড, সিয়াম ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের যৌথ উদ্যোগে বুধবার সকালে বাসস্ট্যান্ড চত্ত¡রে বাসমালিক সমিতির লাইন সেক্রেটারী জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সিয়ামের নির্বাহী পরিচালক মোঃ মাসুম বিলাহ’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, সহ-সভাপতি প্রভাষক আব্দুর রাজ্জাক, সম্পাদক মিরাজুল ইসলাম, বাস মালিক সমিতির অধ্যাপক আজিজুর রহমান, শেখ শহিদুল ইসলাম বাবলু, শেখ মিথুন মধু, আব্দুল জব্বার বাবলু, লাভলু, ও এইড’র প্রোগ্রাম অফিসার আরাফাত রাহীব।
