শ্যামলবাংলা বিনোদন : নতুন দুটি ছবিতে জুটিবদ্ধ হয়েছেন সাইমন সাদিক ও পরী মণি। ‘মন পুড়ে যায়’ ও ‘সারপ্রাইজ’ নামের নতুন ওই দুটি ছবিতে তারা একসাথে অভিনয় করবেন। মন পুড়ে যায় ছবিটি পরিচালনা করবেন অপূর্ব রানা। এপ্রিলের মাঝামাঝি থেকে ঢাকায় ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। অন্যদিকে ‘সারপ্রাইজ’ ছবিটি পরিচালনা করবেন এফ আই মানিক। আগামী সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে।
এব্যাপারে সাইমন বলেন, অনেকদিন আগেই এই দুটি ছবির চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু শিডিউল সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে ছবির শুটিং শুরু করতে দেরি হয়েছে। আর এফ আই মানিক ভালো একজন পরিচালক। তার সাথে যে কাজটি করতে যাচ্ছি আশা করছি দর্শকের ভালো লাগবে।
প্রসঙ্গত সায়মন ও পরী মণি অভিনীত এই দুটি ছবি হবে তাদের দ্বিতীয় ও তৃতীয় নম্বর ছবি। এর আগে তারা প্রথম জুটি বাঁধেন পরিচালক নজরুল ইসলামের ‘রানা প্লাজা’ ছবিতে।
