ads

রবিবার , ৬ এপ্রিল ২০১৪ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে গৃহবধুকে ক্ষুর দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে মাদকাসক্ত স্বামী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৬, ২০১৪ ১২:৩৩ অপরাহ্ণ

Gaffargaon pic-4-05-04-14গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে এক গৃহবধূকে ক্ষুর দিয়ে মুখে, পিঠে, গলায় এলোপাতড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে মাদকাসক্ত স্বামী। পরে ওই গৃহবধূকে আহত অবস্থায় ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখে। ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর সহযোগীতায় পুলিশ গৃহবধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে উপজেলার রাঘাইচটি গ্রামে।
থানায় দায়েরকৃত মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রাঘাইচটি গ্রামের দুলাল মিয়ার মেয়ে সুমি আক্তারের (২১) সাথে একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সুজন মিয়ার গত দুই মাস পূর্বে বিয়ে হয়। বিয়ের রাতেই মাতাল হয়ে বাড়ি ফেরে সুজন মিয়া। এভাবেই চলে বেশ কিছুদিন। এরপর মাদক সেবনে নিষেধ করায় বিয়ের সুজন স্ত্রী সুমিকে মারধর করে । স্বামীকে মাদক সেবন থেকে বিরত রাখতে না পেরে বাধ্য হয়ে বাবার বাড়িতে চলে আসে সুমি। পরে গৃহবধূ সুমি মামার সহযোগিতায় শ্রীপুরের একটি কোম্পানীতে চাকুরী নেয়। স্বামীকে না বলে চাকুরীতে যোগদান করায় মাদকাসক্ত স্বামী শ্বাশুড়ি লাভলী আক্তারকে মারধর ও ঘর ভাংচুর করে। এ খবর পেয়ে সুমি শ্রীপুর থেকে মায়ের কাছে চলে আসে।
এ অবস্থায় গত শুক্রবার সন্ধায় সুমি মোবাইলে টাকা রিচার্জ করতে বাড়ি সংলগ্ন দোকানে গেলে মাদকাসক্ত গৃহবধূ সুমির উপর অতর্কিতে হামলা চালিয়ে ক্ষুর দিয়ে মুখে, পিটে ও গলায় এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে মাথার চুল কেটে জোর করে বাড়ি নিয়ে ঘরে তালাবদ্ধ করে রাখে। তালা ভেঙ্গে প্রতিবেশিরা সুমিকে হাসপাতালে নেয়ার উদ্যোগ নিলে সুজন বাধা দেয়।
খবর পেয়ে শিক্ষা নবিশ গফরগাঁও সার্কেলের এএসএসপি তারেক আল মেহেদীর নেতৃত্বে একদল পুলিশ গৃহবধু সুমি আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে গৃহবধুর মা লাভলী আক্তার বাদী হয়ে পাষন্ড স্বামীসহ ৪জনকে আসামী করে নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
গফরগাঁও থানার ওসি সৈয়দ আব্দুল­াহ বলেন, এ ঘটনায় নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। আসামীদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!