শ্যামলবাংলা বিনোদন : মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ ছবির অডিও অ্যালবাম আসছে আগামী ৯ এপ্রিল। জাঁকজমকভাবে ‘তারকাঁটা’র গানের অ্যালবাম প্রকাশ হবে। ছবিতে গান গেয়েছেন বেবী নাজনীন, আরফিন রুমী, পূজা, লিজা, নাওমি, খেয়া এবং ভারতের সুনিধি চৌহান, মমতা শর্মা ও পলক মুচ্ছাল। এ ছবির শিরোনাম গান গেয়েছেন পারভেজ ও কনা। ছবিটির একটি গানের কথা লিখেছেন এবং সব গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আরফিন রুমী। অন্য গানগুলো লিখেছেন কবির বকুল, অনুরূপ আইচ, জাহিদ আকবর, জনি হক ও মাহমুদ মানজুর। এ ছবির গানগুলো নিয়ে অডিও অ্যালবাম বাজারে আনছে লেজার ভিশন।
ওইদিন রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে এই অনুষ্ঠানে কণ্ঠশিল্পীদের পাশাপাশি থাকবেন ছবিটির অভিনয়শিল্পী মৌসুমী, আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, হাসান মাসুদ, ফারুক আহমেদ, ডা. এজাজ, মনির হোসেন-সহ অনেকে। এব্যাপারে পরিচালক রাজ বললেন, ‘গানগুলো ভালো হয়েছে। এর সবই জনপ্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি, গানগুলো সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার ব্যাপারে আগ্রহী করে তুলবে। পিংপং এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটি এ বছরেই মুক্তি দেওয়ার জন্য কাজ এগিয়ে নিচ্ছি।
