সাতক্ষীরা প্রতিনিধি : সঞ্চয় আহরনের মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় ‘সঞ্চয় অভিযান ও উদ্বুদ্ধকরণ’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ৯টায় জেলা সঞ্চয় অফিস/ব্যুরো’র আয়োজনে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক নাজমুল আহসান। এসময় উপস্থিত ছিলেন জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক কাজী হাসান উল্লাহ, সঞ্চয় অফিসার কাজী আবু হেলাল মোঃ জিন্নু রায়েন, অধ্যাপক কাজী মুহম্মদ অলিউল্লাহ, অবসর প্রাপ্ত জনতা ব্যাংক কর্মকর্তা শেখ আজিজুল হক, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারন সম্পাদক মোঃ আব্দুর রব ওয়াছী প্রমুখ।
