ভান্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একটি স্টীলবডি চোরাই ট্রলার আটক করা হয়। ভাণ্ডারিয়া থানার উপ পরিদর্শক (এস আই) আঃহক শনিবার সকালে নদমুলা-শিয়ালকাঠী ইউনিয়নের চিংগুড়ীয়া ভিটাবাড়ীয়ার সুমনের মিলের পিছন থেকে চোরই ট্রলার সন্দেহে জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসে।
থানা ও স্থানীয় সূত্রমতে জানাগেছে, ১১ মার্চ কে বা কারা একটি স্টীলবডি ট্রলার চালিয়ে আসার সময় ভাণ্ডারিয়া পোনা নদী লাগোয়া নদমুলা-শিয়ালকাঠী ইউনিয়নের চিংগুড়ীয়া ভিটাবাড়ীয়ার মিলবাড়ী নামক স্থানে আসলে তেল ফুরিয়ে গেলে চালক কিনারে থামিয়ে ট্রলারের তেল সংগ্রহের জন্য কিনারে এসে ঐ এলাকার লোকজনের কাছে তেল কোথায় পাওয়া যায় জানতে চাইলে তখন স্থনীয় লোকজন তার পরিচয় জানতে চাইলে তাদের কথা বার্তায় গড়মিল হলে স্থানীয় লোক জনের সন্দেহ হয়। চালক তখন অবস্থা বুঝে ট্রলারটি বিক্রির কথা বলে এবং দাম চায় ৭০হাজার টাকা এতে এলাকাবাসি সন্দেহ করে।
কারণ ট্রলারটির মূল্য আনুমানিক প্রায় দের লাখ টাকা। ক্রেতারা এসময় একটু কৌশল (চোরাই নাকি)অবলম্বন করলে ট্রলারটি ফেলে রেখে চালক দ্রুত পালিয়ে যায়। সূত্রগুলোর ধারনা কোন জলদস্যূ ট্রলারটিকে ছিনতাই করে নিয়ে আসছে। এদিকে ভাণ্ডারিয়া থানাপুলিশ আজ শনিবার ট্রলারটি চোরাই সন্দেহে আটক করে থানার ঘাটে নিয়ে আসে।
