স্টাফ রিপোর্টার : ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন শেরপুরের প্রথম সংরক্ষিত আসনের সাংসদ, যুব মহিলা লীগ নেত্রী, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা প্রভাষক ফাতেমাতুজ্জোহুরা শ্যামলী। ৫ এপ্রিল শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে মানুষের ঢল নামে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি’র সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দেওয়া সংবর্ধনার জবাবে মহিলা সাংসদ ফাতেমাতুজ্জোহুরা শ্যামলী বলেন, শেখ হাসিনার দেওয়া সম্মান তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে রক্ষা করবেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র হুমায়ূন কবীর রুমান, সাবেক এমপি খন্দকার মোঃ খুররম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদুজ্জামান, ফখরুল মজিদ খোকন, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক বিএসসি, যুগ্ম সাধারণ মিনহাজ উদ্দিন মিনাল, খন্দকার নজরুল ইসলাম, আলহাজ্ব মো. আব্দুল ওয়াদুদ অদু, আতিকুর রহমান বাচ্চু, এডভোকেট রফিকুল ইসলাম আধার, দেবাশীষ ভট্টাচার্য, তাপস কুমার সাহা, বশিরুল ইসলাম শেলু, প্রকাশ দত্ত, এডভোকেট আবুল কাশেম, এডভোকেট আবুল মানসুর স্বপন, কোহিনুর বেগম বিদ্যুৎ, ফারহানা পারভীন মুন্নী, আঞ্জুমান লিপি, মো. নজরুল ইসলাম, জুনায়েদ নুরানী মনি, নাজমুল ইসলাম সম্রাট প্রমুখ। এরপর বিকেলে আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের আয়োজনে পৃথক এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উলেখ্য, সাংসদ শ্যামলীর সংবর্ধনাকে ঘিরে শহরে তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে যায়।
