আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জিল্লুর রহমানকে আমতলী থেকে ভোলার মনপুরায় বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শনিবার সকাল ১০টায় স্কুলের সামনের সড়কে অভিভাবক , ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্রছাত্রীরা মানববন্ধন করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্য শাহানুর তালুকদার, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল,মোয়াজ্জেম হোসেন খান, বক্তারা অবিলম্ভে জিল্লুর রহমানের বদলীর আদেশ প্রত্যাহার করার আহŸান জানান। অন্যথায় ক্লাশ বর্জন অব্যাহত রাখার ঘোষনা দেন।এবং উপস্থিত অভিভাবক সদস্যরা প্রধান শিক্ষক এ,কে, এম, জিলুর রহমানের বদলির আদেশ প্রত্যাহার না করা হলে তাদের সন্তানদের এ স্কুলে পড়াবেন না বলে জানান। শনিবার সকালে স্কুলে গিয়ে দেখা যায় শিক্ষকরা স্কুলে উপস্থিত থাকলেও কোন ছাত্র/ছাত্রী নেই। ক্লাশরুমগুলো শূন্য অবস্থায় রয়েছে। এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার যোতীশ চন্দ্র রায় বলেন আমি আমতলীর বাইরে আছি বিষয়টি আমার জানা নেই।
উল্লেক্ষ্য আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোট ৬২৩জন ছাত্র/ছাত্রী অধ্যয়নরত রয়েছেন ্্এ বছর অনুষ্ঠিত সমাপনি পরিক্ষায় প্রতিষ্ঠানটি উপজেলায় প্রথমস্থান অধিকার করে ১১টি জিপিএ ৫ পেয়েছেন।
