ads

শনিবার , ৫ এপ্রিল ২০১৪ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় যৌতুকের জন্য গৃহবধুকে নির্যাতন : ঘরের বাইরে ফেলে রাখার অভিযোগ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৫, ২০১৪ ২:০০ অপরাহ্ণ

Agailjhara Photo- 4-4-14অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহবধুকে যৌতুকের জন্য নির্যাতন করে শ্বশুরবাড়ির লোকজন গুরুতর আহত করে ঘরের বাইরে ফেলে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে মেয়ের পিতার বাড়ির লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেছে।

Shamol Bangla Ads

আহতসূত্রে জানা গেছে, উপজেলার সেরাল গ্রামের আ. গনি হাওলাদারের মেয়ে শাকিলা জাহান মিতুর সাথে পার্শ্ববর্তী মুড়িহার গ্রামের জয়নাল আবেদীন সরদারের মালয়েশিয়া প্রবাসী ছেলে মনোয়ার হোসেন বাচ্চুর সাথে একবছর আগে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় বরপক্ষের চাহিদানুযায়ী যৌতুকও দেয়া হয়। মনোয়ার জীবিকার তাগিদে স্ত্রীকে রেখে বিদেশ চলে গেলে শাশুড়ী রাজিয়া বেগম মিতুকে পিতার পরিবার থেকে যৌতুক আনতে অব্যাহত চাপ দিতে থাকে। যৌতুক দিতে মিতু অস্বীকার জানালে গত বৃহস্পতিবার রাতে মিতুকে প্রচন্ড মারধর করে ঘরের বাইরে ফেলে রাখে শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে মিতুর পিতার পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিতুকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে। আগৈলঝাড়া থানার এসআই মোস্তাফিজুর রহমান হাসপাতালে নির্যাতিতা গৃহবধূর কাছে ঘটনার বর্ণনা শুনেছেন। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।

ঢাকায় প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় আগৈলঝাড়ার ইউপি সদস্য  গ্রেফতার

ঢাকায় প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় আগৈলঝাড়া উপজেলার এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামে গতকাল শুক্রবার দুপুরে।
পুলিশ জানায়, উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের তোতা তালুকদারের ছেলে ও রাজিহার ইউপি সদস্য ডব্লিউ তালুকদার ঢাকার মোহাম্মদপুর এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করে। ভুক্তভোগীরা টাকা চাইলে ডব্লিউ টাকা ফেরৎ দিতে অস্বীকার করলে ভুক্তভোগীরা মোহাম্মদপুর থানায় অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মামলা করেন ডব্লিউ’র বিরুদ্ধে। ওই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ইউপি সদস্য ডব্লিউকে গতকাল শুক্রবার দুপুরে আগৈলঝাড়া থানার এসআই সহিদ চেঙ্গুটিয়া থেকে গ্রেফতার করেছে। ডব্লিউর বিরুদ্ধে নিজ এলাকা চেঙ্গুটিয়া গ্রামসহ বিভিন্ন এলাকায় লোকজনের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের বিস্তর অভিযোগ রয়েছে।

আগৈলঝাড়ায় জমির বিরোধকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে ৪ জন আহত

Shamol Bangla Ads

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব পয়সা গ্রামে জমির বিরোধকে কেন্দ্র করে একপক্ষের হামলায় আহত হয়েছে ৪জন। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহতসূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব পয়সা গ্রামে জমির বিরোধকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সকালে সোহরাব তালুকদার, সাহিদ, শরীফুল, কালাম, তুহিনা বেগম ও আনোয়ারা বেগমের যৌথ হামলায় আহত হয়েছে অপরপক্ষের আহসান তালুকদার (১৩), ভানু বেগম (৪৫), জহিরুল (২৪) সহ ৪জন। স্থানীয়রা আহসান তালুকদার, ভানু বেগম ও জহিরুলকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় আ: রব বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!