রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল মুক্তিযোদ্ধা সংসদের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ নাজিমউদ্দীন (৮৫) অবসর প্রাপ্ত দারোগা বার্ধক্যজনিত কারনে ৪ এপ্রিল ভোর ৫টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)।
বেলা ৩টায় রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে জানাযা শেষে পাঁচপীর মুক্তিযোদ্ধা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় লাশ দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি দুই ছেলে পাঁচ মেয়ে দু’স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে মারা যান।
এসময় ভারপ্রাপ্ত ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাঃ ইয়াসিন আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির হোসেন, উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাণীশংকৈলে ভিপিএল ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল নেকমরদ আলীমউদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে ৪ এপ্রিল ভিপিএল ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনের সময় উপজেলা প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেনেটারী ইন্সপেক্টর সারোয়ার হোসেন, উপজেলা দিনকাল প্রতিনিধি খুরশিদ আলম শাওন, ক্রীড়াবিদ মোঃ ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
সাকিবের এস এক রাইডার, রনির এস আর রাইডার, শাহীনের ইলেভেন টিম ও মুকুলের ভবানন্দপুর ইলেভেন বুলেট চারটি দল টুর্ণামেন্টে অংশগ্রহণ করে।
উদ্বোধনী খেলায় রনির এস আর রাইডার ক্রিকেট দল মুকুলের ভবানন্দপুর ইলেভেন বুলেট দলকে ৪২ রানের ব্যবধানে হারায়।
খেলা পরিচালনা করেন সোহেল, রাজু, মামুন, লিটন ও রিপন।
রাণীশংকৈলে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের কার্যকাল শুরু
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুম মিলনায়তনে ৩ এপ্রিল উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টারের সভাপতিত্তে¡ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির হোসেন (ভারপ্রাপ্ত) প্রধান অতিথি ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, ডাঃ নজরুল ইসলামসহ সরকারী বেসরকারী কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন চেযারম্যানবৃন্দ’র উপস্থিতিতে সমন্বয় মিটিংএর মাধ্যমে তিনার কার্যকাল আরম্ভ হয় ৩ এপ্রিল।
গত ২৭ মার্চ রংপুর বিভাগীয় কমিশন কার্যালয়ে বিভাগীয় কমিশনার তাদের সপথ বাক্য পাঠ করান।
উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মাষ্টার উপস্থিত ছিলেন। মহিলা সংরক্ষিত আসনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান লিটা এমপি নির্বাচিত হওয়ায় তিনি ঢাকায় অবস্থান করেন।
