ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : শুক্রবার সকালে ভাণ্ডারিয়া সরকারি কলেজ মাঠে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর সাবেক কেন্দ্রীয় নেতা শহীদ রাজু এর নামে ভাণ্ডারিয়া বিহারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন এর উদ্যোগে “ শহীদ রাজু স্মৃতী ক্রিকেট টুর্নামেন্ট ”এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১৫ ওভারের এ খেলায় কলেজ পাড়া একাদশ ৯উইকেটে রুবাইয়া সর্বোচ্চ রাণে ১০৮রানের টার্গেট তুলে বিজয়ী হয়। খেলায় টচে জিতে প্রথম ব্যাট করতে নেমে বাসস্ট্যান্ড একাদশ ১০৭রাণ করে অল আউট হয়। বিজয়ী দলের ক্যাপ্টেন কলেজ পাড়া একাদশের সাইদুল ও বাসস্ট্যাড একাদশের ক্যাপ্টেন রিফাত এবং খেলা পরিচালনা করেণ মোঃ মাইনুল ও রাজু। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিলানি শুভ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠনে বক্তব্য রাখেন, এ্যাডঃ অসিম মজুমজার, শিক্ষক নিরজ্ঞন রায়, ছাত্র ইউনিয়নের পিরোজপুর জেলা শাখার আহবায়ক অভিজিৎ মন্ডল,যুগ্ন আহবায়ক খান মোঃ মিরাজ,অভিক বসু ও এইচ এম রায়হান প্রমূখ। ছাত্রইউনিয়নের ভাণ্ডারিয়া থানা সংসদের সভাপতি ঝন্টু লাল দাস এতে সভাপতিত্ব করেণ। এছাড়াও পরে ছাত্র ইউনিয়ন ভাণ্ডারিয়া থানা সংসদের উদ্যোগে উপজেলার সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
