ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় শত বছরের পুরানো একটি ঐতিহ্যবাহী বারুনী উৎসব ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত বৃন্দ অংশ গ্রহন করেন। শুক্রবার সকালে একটি শোভা যাত্রা র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ দিনে হরিযাত্রা অনুষ্ঠিত হবে।
কাঠালিয়ায় ইউপি সদস্যর উপর হামলার ঘটনায় ৬ জন গ্রেফতার

ঝালকাঠির কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাসুদ আলম কে গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় পর্শ্চিম আউড়া নিজ বাড়ি থেকে কাঠালিয়া বাজারে আসার পথে এক দল সন্ত্রাসীরা পিছন থেকে পিটিয়ে ও কুপিয়ে মারক্তক যখম করে। পরে কাঠালিয়া থানায় আহতর পিতা মোঃ ছোরাপ হাওলাদার বাদী হয়ে ১০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। সেই মামলায় কাঠালিয়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ফারুক মোলা, মালেক তালুকদার,চুন্নু মোলা,বেলাল হোসেন,আল আমিন ও রুবেল কে গ্রেফতার করে।
