মৌলভীবাজার প্রতিনিধি : ৫ এপ্রিল ২০১৪ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল ভাবে পালন উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্টিত হয়েছে।

২ এপ্রিল বুধবার দুপুর ১২ টার দিকে সির্ভিল সার্জান কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়। সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সির্ভিল সার্জন হেমন্ত কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডাঃ নজরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসী ইকবাল আহমদ, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার সম্পাদক নুরুল ইসলাম শেফুল প্রমুখ।
ওরিয়েন্ট সভায় জানানো হয়, মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৬৭ টি ইউনিয়নের ১ হাজার ৭শ ৪৬ টি কেন্দ্রে ৫ হাজার ২শ ৩৮ জন স্বেচ্ছাসেবক কর্মীর মাধ্যমে ২লক্ষ ৯৭ হাজার ২শ ৪৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। ওরিয়েন্টেশন সভায় জেলার অনলাইন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারে বিশ্ব অটিজম দিবসে র্যালি
মৌলভীবাজার প্রতিনিধি : জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতর ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যেগে বিশ্ব অটিজম দিবস উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালী শহরে বের করা হয়। ২ এপ্রিল বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালীটি শুরু হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল হাসান, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক অরবিন্দু সেন গুপ্ত, জেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদ মো: সাইফুর রহমান বাবুল, জেলা শিশু বিষায়ক কর্মকতা মো: জসিম উদ্দিন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, মাহবুবুর রহমান রাহেল প্রমুখ।
