এস এম জামাল. কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় ঢাকাগামী শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে ২শ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল আটক করেছে ভেড়ামারা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ভেড়ামারা স্ট্যান্ডে পরিচালিত অভিযানে ফেন্সিডিল চোরাকারবারীর সাথে জড়িত থাকার অভিযোগে পরিবহনে চালক ও সুপারভাইজারকে আটক করা হয়। এসময় ফেন্সিডিল বহনকারী শ্যামলী পরিবহন ঢাকা মেট্রোÑব ১৪-৪৭৯৭ রেজিঃ নম্বরের জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪ টার গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ পারভেজ ইসলাম, সেকেন্ড অফিসার এসআই কেএম জাফর আলী ও এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ভেড়ামারাস্থ ঢাকা কোচ স্ট্যান্ডে অবস্থান নেয় পুলিশ। ঐসময় ঝিনাইদহের শৈলকুপা থেকে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনটি ভেড়ামারা এসে পৌঁছালে পুলিশ গাড়িটিকে থামার সংকেত দেয়। বাসটি থামানো হলে তাতে অভিযান চালিয়ে চালকের সিটের বাম পাশ থেকে ১০০ বোতল ও বক্স থেকে আরো ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। ফেন্সিডিল পরিবহনের সাথে কোন যাত্রীর সংশ্লিষ্টতার প্রমান না পেয়ে অবৈধ মালামাল নিজ হেফাজতে রেখে পরিবহনের দায়ে বাসটির চালক নির্মল কুমার ও সুপারভাইজার জামিরুল ইসলামকে তৎক্ষনাৎ আটক করা হয়। এছাড়া শ্যামলী পরিবহনের ঐ বাসটির সকল যাত্রীকে নামিয়ে দিয়ে বাসটিও জব্দ করে থানায় নিয়ে আসা হয়। আটক ড্রাইভার নির্মল কুমার শৈলকুপার বিভূতি ভূষন ভৌমিকের পুত্র ও সুপারভাইজার জামিরুল মিরপুর থানার তালবাড়িয়া গ্রামের আব্বাস আলীর পুত্র। এ ব্যাপারে ভেড়ামারা মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল।
